পাথরকুচি পাতার উপকারিতা
পাথরকুচি পাতার উপকারিতা আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা সকলেই পাথরকুচি পাতার নাম কোনো-না-কোনোভাবে শুনেছি। এই পাথরকুচি পাতা দিয়ে আমাদের কি কি উপকার হয় আমরা সে সম্পর্কে তেমন জানি না । পাথরকুচি পাতা কে ঔষধি উদ্ভিদ বলা হয় । এটি আমাদের অনেক রোগের প্রতিষোধক ঔষধ হিসেবে কাজ করে । সম্পূর্ণ লেখাটি পড়লে আপনারা জানতে পারবেন পাথরকুচি পাতার উপকারিতা এবং এগুলো কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে ।
পাথরকুচি পাতা কি এবং কিভাবে চিনবেন
পাথরকুচি পাতা একটি ঔষধি গাছ । চিকিৎসার ক্ষেত্রে নানা কাজে এই উদ্ভিদ টিকে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে । মানুষের শরীরের বিভিন্ন ধরনের রোগ নির্মূলের এই উদ্ভিদ টির গুরুত্ব অপরিসীম । পাথরকুচি পাতার গাছ গুলো সাধারণত দেড় থেকে দুই ফুট উঁচু হয়ে থাকে এর পাতাগুলো মসৃণ হয় পাতাগুলো দেখতে অনেকটা ডিম্বাকৃতি হয়ে থাকে । পাতাগুলোর চারপাশে হালকা খাজ দেখা যায় । পাথরকুচি পাতা অনেক সময় মাটিতে ফেলে রাখলে ওই পাতার খাজ থেকে নতুন গাছের জন্ম হয় । পাথরকুচি পাতা গাছে ফুল হয়ে থাকে ফুলগুলো দেখতে সবুজ লাল ও সাদা দাগ দাগ হয়ে থাকে এই গাছের ফুল গুলো সাধারণত এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় । পাথরকুচি পাতা রোগ নিরাময়ে অনেক কার্যকরী একটা উদ্ভিদ ।
পাথরকুচি পাতার উপকারিতা
পাথরকুচি পাতা মানব শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে । বহুকাল আগে থেকেই এই গাছটি ঔষধি গাছ হিসাবে চলে আসছে চিকিৎসা ক্ষেত্রে পাথরকুচি পাতা গাছের ব্যবহার ও এর গুরুত্ব অপরিহার্য । আমরা হয়তো অনেক সময় পাথরকুচি পাতার নাম শুনেছি কিন্তু এর উপকার সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা নেই । আজকে আমরা পাথরকুচি পাতার উপকার সম্পর্কে আলোচনা করব । পাথরকুচি পাতা সেবনের ফলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে এবং পাথরকুচি পাতা আমরা কিভাবে সেবন করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । মনোযোগ দিয়ে পাথরকুচি পাতার উপকারিতা আর্টিকেলটি পড়ার জন্য অনুরোধ করা হলো ।
পাথরকুচি পাতা ব্যবহার করার নিয়ম
যে কোন জিনিসের একটি নির্দিষ্ট ব্যবহারবিধি রয়েছে ঠিক তেমনি পাথরকুচি পাতা গাছের একটি নির্দিষ্ট ব্যবহারবিধি রয়েছে । আমরা যদি সেই ব্যবহার বিধি না মেনে আমাদের ইচ্ছে মতন পাথরকুচি পাতা সেবন করে তাহলে আমরা এই পাতা থেকে উপকার নাও পেতে পারি । সঠিক ব্যবহার বিধি না জেনে সেবনের ফলে আমাদের শরীরে ক্ষতি সাধিত হতে পারে । তাই আমাদের উচিত এর ব্যবহারবিধি সঠিকভাবে জেনে ব্যবহার করা নিন্মে বিভিন্ন রোগের সাথে পাথরকুচি পাতার ব্যবহার বিধি দিয়ে দেওয়া হল । আপনারা সঠিকভাবে ব্যবহার বিধি মেনে পাথরকুচি পাতা ব্যবহার করবেন ।
পাথরকুচি পাতা কি কি রোগ নিরাময় করে
আমরা পূর্বেই জেনেছি পাথরকুচি পাতা একটি ঔষধি উদ্ভিদ । এটি আমাদের শরীরের বিভিন্ন রোগের ঔষধ হিসাবে কাজ করে ।
ত্বকের যত্নে পাথরকুচি পাতা
ত্বকের যত্ন নেয়ার ক্ষেত্রে আমরা সকলেই সচেতন । সুস্থ সুন্দর দাগহীন ত্বক সকলেই চায় কিন্তু ঠিক মতন ত্বকের যত্ন না নেয়ার কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন গ্রীষ্ম বর্ষা এই সময়ের দিকে তকে একটু পোড়া ভাব দেখা যায় । অযত্নের কারণে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা যায় । ত্বকের যত্নে পাথরকুচি পাতার ব্যবহার অনেক তোকে পাথরকুচি পাতা ব্যবহার করলে আমাদের ত্বক সুস্থ সবল থাকবে ।
ব্যবহারবিধিঃ পাথরকুচি পাতা বেটে ত্বকে ভালোভাবে লাগিয়ে দিলে এ জাতীয় সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
কলেরা, ডায়রিয়া ও আমাশয় রোগ
কলেরা ডায়রিয়া ও আমাশয় ইত্যাদি সাধারণত পানিবাহিত রোগ । ডায়রিয়া জাতীয় রোগ এটা যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়ে থাকে তাহলে তাকে বলা হয় দীর্ঘস্থায়ী ডায়রিয়া । এই রোগের চিকিৎসা না করা হয় তাহলে অনেক বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে । ঘরোয়া পদ্ধতিতে এই সকল রোগের চিকিৎসার জন্য পাথরকুচি পাতা অনেক ব্যবহারযোগ্য ।
ব্যবহারবিধি: পাথরকুচি পাতা জুস বানিয়ে তিন থেকে চার মিলি পাথরকুচি পাতার জুসের সাথে আরো তিন গ্রাম জিরা এবং এর সাথে আরো 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত সেবন করলে এসব রোগ থেকে নিরাময় পাওয়া যায় ।
শরীর জ্বালাপোড়া রোগে পাথরকুচি পাতার উপকারিতা
শরীর জ্বালাপোড়া এটি একটি খারাপ রোগ । এই রোগটি যদি কারো দেহে দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব এই রোগটি নিরাময় করতে হবে । শরীর জ্বালাপোড়া রোগ নিরাময় পাথরকুচি পাতা এর গুরুত্ব অনেক ।
ব্যবহারবিধি: প্রতিদিন দুইবার করে দু’চামচ পাথরকুচি পাতার রস করে আদকাপ উষ্ণগরম পানির সাথে রোগীকে খাইয়ে দিতে হবে ।
পাইলস ও অর্শ রোগ পাথরকুচি পাতার উপকারিতা
পাইলস বা অর্শ রোগ খুব একটা জটিল রোগ । চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হল হেমোরয়েড । অল্প থাকা অবস্থায় যদি এই রোগের চিকিৎসা না করা হয় তাহলে পরবর্তীতে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে । অপারেশন ছাড়া পাইলস এবং অর্শ রোগ চিকিৎসায় পাথরকুচি পাতার ব্যবহার করা হয় ।
ব্যবহারবিধি: পাথরকুচি পাতার রস করে এর সাথে গোলমরিচ মিশিয়ে প্রতিদিন পান করলে এ জাতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় ।
কিডনির পাথর অপসারনে পাথরকুচি পাতার উপকারিতা
বর্তমানে কিডনির পাথর একটি সাধারণ সমস্যা হয় গেছে। এই পাথর আমাদের শরীরে থাকা কিডনিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে । নারী-পুরুষ উভয়েই বর্তমানে এই সমস্যার সম্মুখীন হচ্ছে । কিডনি পাথর অপসারণে পাথরকুচি পাতার গুরুত্ব অপরিসীম । কিডনির পাথর অপসারণে পাথরকুচি পাতা ব্যবহার করলে এই অসুখটি সেরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ।
ব্যবহারবিধি: কিডনির পাথর অপসারণ করার জন্য প্রত্যেকদিন দুই থেকে তিনটি পাথরকুচি পাতা চিবিয়ে অথবা রস করে রোগীকে খাওয়াতে হবে ।
বিষাক্ত পোকার কামড়ে
কাজ করার অনেক ক্ষেত্রে এবং বিভিন্ন কারণে অনেক সময় আমাদের বিষাক্ত পোকামাকড় কামড় দেয় । আমরা ঘরোয়া পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করতে পারি । এই রোগের চিকিৎসার জন্য পাথরকুচি পাতা অনেক উপকার করে থাকে ।
ব্যবহারবিধি: বিষাক্ত কোন পোকা-মাকরে কামড়ালে সঙ্গে সঙ্গে পাথরকুচি পাতা রস করে হালকা আগুনে সেঁকে উষ্ণ গরম করে ক্ষতস্থানে লাগাবেন ।
জন্ডিস রোগে পাথরকুচি পাতার উপকারিতা
সাধারণত জন্ডিস রোগ বলতে আমরা বুঝি লিভারের যে কোন জটিলতা । লিভারের সমস্যার কারণে খাওয়ায় অরুচি, চোখ হলুদ হয়ে যায়, প্রসাবে সমস্যা, এজাতীয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় ।
ব্যবহারবিধি: জন্ডিস রোগ নিরাময়ের মহৌষধ হল পাথরকুচি পাতা । পাথরকুচি পাতার জুস বানিয়ে খেলে জন্ডিস রোগ থেকে নিরাময় পাওয়া যায় ।
পেট ফাঁপা রোগ
আমাদের অনেক সময় পেট ফুলে যায় প্রসাবের সমস্যা হয় যেমন প্রসাব আটকে যায় এজাতীয় অনেক সমস্যা দেখা দেয় এই সকল রোগের সমাধান হিসেবে পাথরকুচি পাতা অনেক উপকারী ।
ব্যবহারবিধি: পাথরকুচি পাতার রস করে দু্ই চা চামচ পাথরকুচি পাতার রস এবং একটু চিনি গরম করে অল্প একটু পানির সাথে মিশিয়ে খেতে হবে ।
সর্দি জনিত রোগ
অনেকের সর্দি পুরনো হয়ে গেছে কিন্তু এখনও কমছে না বা একটু কমে আবারো সর্দি জনিত সমস্যা দেখা দিচ্ছে সে ক্ষেত্রে পাথরকুচি পাতা অনেক উপকারী একটি ঔষধ ।
ব্যবহারবিধি: প্রথমে পাথরকুচি পাতার রস করে হালকা গরম করে নিতে হবে এবং গরম অবস্থায় পাথরকুচি পাতার সাথে একটু সোহাগার খৈ মেশাতে হবে এবং চা চামচের 3 চা চামচ সকাল এবং বিকেল দুবেলা নিয়ম করে খেলে ইনশাআল্লাহ সর্দি সেরে যাবে ।
পাথরকুচি পাতা কোথায় পাবেন
এতক্ষণ আমরা পাথরকুচি পাতার বিভিন্ন গুনাগুন এ সম্পর্কে আলোচনা করলাম এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই পাথরকুচি পাতা কোথায় পাওয়া যাবে ? সাধারণত গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় এই পাথরকুচি পাতার গাছ গুলো দেখা যায় এবং অনেকে এগুলো নিজেদের বাড়ির ছাদে এবং জমিতে রোপন করে । বর্তমানে ব্যবসায়িকভাবে ঔষধ তৈরীর কাজের জন্য পাথরকুচি পাতার চাষ হয়ে থাকে । আপনি যদি গ্রাম অঞ্চলে পাথরকুচি পাতার গাছ না পান তাহলে বিভিন্ন জায়গায় দোকানে আপনি এগুলো কিনতে পাবেন বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধের দোকান এবং কবিরাজদের দোকানে পাথরকুচি পাতা পাওয়া যাবে । আমাদের উচিত কয়েকটি পাথরকুচি পাতা গাছ আমাদের বাড়ির ছাদে অথবা আমাদের জমিতে রোপণ করা অনেক সময় বিভিন্ন কাজে আমাদের এই পাথরকুচি পাতা গাছ গুলো কাজে লাগবে ।