জাতীয় পরিচয়পত্রের নতুন মেয়াদ নিয়ে ইসির বিজ্ঞপ্তি
দুই বছরের মেয়াদী জাতীয় পরিচয় পত্র নিয়ে শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ নির্বাচন কমিশন এক গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী জাতীয় পরিচয়পত্রের মেয়াদ সংক্রান্ত বিষয় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে।
অধিকাংশ নাগরিক যারা দুই বছর মেয়াদী জাতীয় পরিচয় পত্র পেয়েছিলেন তাদের মনে একটা প্রশ্ন ছিল হয়তো বা দুই বছর ম্যাচ শেষে তাদের জাতীয় পরিচয় পত্র টি কোন কাজে আসবে না। ওই সমস্ত নাগরিকদের জন্য একটি সুসংবাদ হল এখন থেকে দুই বছরের মেয়াদী জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকাল মেয়াদী ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র বহনকারী নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল সে সকল জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত করা হলো।
২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর সাধারণ নাগরিকদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রদান করে নির্বাচন কমিশন । তখন জাতীয় পরিচয় পত্রের মেয়াদ দেয়া ছিল ১৫ বছর।
সর্বশেষ ২০২০ সালের তথ্যসূত্র অনুযায়ী এ পর্যন্ত এক কোটি ১০ লাখের মতো জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে। আর উক্ত প্রত্যেক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ছিল ২ বছর। আর এসব জাতীয় পরিচয় পত্রের মেয়াদ দুই বছর দেয়ার পিছনের কারণ ছিল প্রত্যেক নাগরিককে স্মার্ট কার্ড প্রদানের লক্ষ্যে।
কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ নাগরিকই স্মার্ট কার্ড হাতে পাননি। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সম্পূর্ণ স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি। আর তাই দুই বছর মেয়াদী জাতীয় পরিচয় পত্র নিয়ে অনেকেই চিন্তা এবং ভোগান্তিতে পড়ে গেছেন। তবে এই সমস্যাটার সমাধান বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) করেছেন অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের মেয়াদ অনেকটা দীর্ঘায়িত করেছেন।
যার ফলে সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র কিংবা ভোটার আইডি কার্ড এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হল।
নাগরিকরা এখন খুব সহজেই নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি একাউন্ট রেজিস্টার করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
যাদের প্রিন্টেড জাতীয় পরিচয়পত্রের পিছনে মেয়াদ দেওয়া রয়েছে তারা অনলাইন থেকে হুবহু একটি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে ব্যবহার করতে পারবে যার পিছনে কোন মেয়াদ দেওয়া থাকবে না।
জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড করার জন্য ভিজিট করতে হবে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে. এরপর আপনার এন আই ডি নাম্বার এবং জন্মতারিখ ব্যবহার করে একটি একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। বিস্তারিত দেখুন ভোটার আইডি কার্ড ডাউনলোড কপি ডাউনলোড করার নিয়ম।
অনলাইন কপি ডাউনলোড করার পরে আপনি উক্ত জাতীয় পরিচয় পত্র টি প্রিন্ট করে লেমিনেটিং করে নিতে পারবেন। এবং আপনার প্রয়োজনের সমস্ত কাজের ব্যবহার করতে পারবেন।