ঈদে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট কাটুন – eticket.railway.gov.bd

সম্প্রতি ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট কাটার নতুন পদ্ধতি চালু হয়েছে। এবং ইতিমধ্যে অনলাইনে ঈদে ট্রেনের [ফিরতি] অগ্রিম টিকিট কাটার সেবা প্রদান শুরু হয়েছে। তাই যারা ঢাকা থেকে ঈদে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যেতে চান আপনারা চাইলে একসাথে ফিরতি টিকিট ক্রয় করে নিতে পারেন।

বাংলাদেশ রেলওয়ে কমিশন ( e ticket railway gov bd ) ট্রেনের টিকিট কাটার তারিখ হতে ফিরতি টিকিটের তারিখ নির্ধারণ করে দিয়েছে। ঈদে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়ের পরে পুনরায় ঢাকা ফেরত আসার ক্ষেত্রে টিকিট নিয়ে চিন্তা করতে হবে না। একসাথেই ২টো টিকিট ক্রয় করতে পারবেন। চলুন ট্রেনে ফিরতি টিকেট ক্রয় সম্পর্কে নতুন আপডেট জেনে নেই।

e ticket railway gov bd

ট্রেনের টিকিট সম্পর্কিত নতুন আপডেট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাইরে যাওয়া যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যেহেতু আগামী ২২ তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই প্রক্রিয়া শেষ হয় ১২ই এপ্রিল। অপরদিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজকে তথা ১৪ই এপ্রিল থেকে।

১৪ এপ্রিল তারিখ দেওয়া হবে ২৪ এপ্রিল তারিখের ফিরতি টিকেট। তবে বাংলাদেশ রেলওয়ে কমিশন ঢাকার বাইরে যাওয়ার টিকিট ক্রয় এর তারিখ অনুযায়ী টিকিট বিক্রয় সিস্টেম চালু করেছে। তাই ১৪ই এপ্রিল থেকে যারা ঢাকার বাইরে যাবেন, আপনারা চাইলে ফিরতি টিকেট ক্রয় করে নিতে পারেন।

এই সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। ১৪ই এপ্রিল তারিখের পর থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিরতি টিকিট ক্রয় করতে পারবেন। ফিরতি টিকিট ক্রয়ের আলাদা কোন নিয়ম নেই, একই পদ্ধতিতে বিক্রয়ের তারিখ এবং ফিরতি টিকিট সম্পর্কে জেনে নিলে হবে।

ঈদে ফিরতি অগ্রিম ট্রেনের টিকেট এর সময়সূচী

ঈদের ফিরতি অগ্রিম ট্রেনের টিকেট কত তারিখে বিক্রি হবে কত তারিখে ফিরতি টিকেট তা জেনে নিন।

  • বিক্রয়ের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ এবং ফিরতি টিকেট ২৪ এপ্রিল ২০২৩
  • বিক্রয়ের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ এবং ফিরতি টিকেট ২৫ এপ্রিল ২০২৩
  • বিক্রয়ের তারিখ ১৬ এপ্রিল ২০২৩ এবং ফিরতি টিকেট ২৬ এপ্রিল ২০২৩
  • বিক্রয়ের তারিখ ১৭ এপ্রিল ২০২৩ এবং ফিরতি টিকেট ২৭ এপ্রিল ২০২৩
  • বিক্রয়ের তারিখ ১৮ এপ্রিল ২০২৩ এবং ফিরতি টিকেট ২৮ এপ্রিল ২০২৩

সম্ভবত আগামী ২২-ই এপ্রিল ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে। এই তারিখ অনুযায়ী ২৪ এপ্রিল ২০২৩ তারিখের ফিরতি টিকিট ইতিমধ্যে বিক্রয় শুরু হয়েছে। ২৪ তারিখ থেকে ২৮ তারিখের ফিরতি টিকিট ১৪ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে ক্রয় করতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে অথবা প্লেস্টোর থেকে rail sheba অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করবেন।

নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে REGISTER অপশনে প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন। এরপরে আইডি কার্ড ভেরিফাই হলে একটি পাসওয়ার্ড সেট করুন।

তারপরে আপনার ইমেইল এড্রেস, পোস্টাল কোড বসিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে, কোডটি বসিয়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট করুন।

এরপরে পুনরায় ওয়েবসাইটে অথবা rail sheba অ্যাপসে লগইন করে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় এর ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা Debit/Credit Card এর মাধ্যমে টিকিট ফি প্রদান করতে পারবেন।

ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে Find Ticket থেকে আপনার গন্তব্য সিলেক্ট করে সার্চ করুন, এরপরে এভেলেবেল ট্রেনগুলো চলে আসবে। পছন্দের ট্রেনের উপরে ক্লিক করে ট্রেনের সিট বাছাই করবেন।

ফিট বাছাই করে View Seats বাটনে ক্লিক করে সিট বুকিং করুন। এরপরে CONTINUE PURCHASE বাটনে ক্লিক করে, পরের ধাপে যাত্রীর তথ্য প্রদান করুন। এরপরে টিকিটের ফি পরিশোধ করে Confirm Purchase বাটনে ক্লিক করুন।

এরপরে এই টিকিটের অনলাইন কপি প্রিন্ট করে ভ্রমণের সময় সঙ্গে নিয়ে যাবে। প্রিয় পাঠাওবৃন্দ, আশা করি ঈদে ট্রেনের ফিরতি টিকিট আপডেট এবং অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

Leave A Reply

Your email address will not be published.